২৮

হৃদয় দিয়ে এত আমি
ভালোবাসি যারে,
জানিনা গো কেমন করে
রয় সে দূরে সরে।

২৯

যার হৃদয়ে প্রেমের আগুন
কেমনে সে রইবে একা!
ভালবাসার মানুষ যে জন
হৃদয়ে তার ছবি আঁকা।

৩০

আষাঢ় শ্রাবণ বাদল দিনে
কদম ফুল ঐ হাওয়ায় দোলে,
তার আবেশে প্রেম ভাবনায়
হৃদয় যে তার দুয়ার খোলে!