১৩
শুকনো পাতার মর্মরে
বেদনা জাগে অন্তরে,
রইলে তুমি সুদূরে
ভুলে প্রিয় বন্ধুরে!
১৪
আমার মত বন্ধু তুমি
কোথায় পাবে বলো,
দুঃখ ব্যথায় আছি কাছে
মনের দুয়ার খোলো।
১৫
বসন্ত এসেছে ফুলও ফুটেছে
তুমি কেন এলে না?
মন ও দিয়েছি কাছে ও ডেকেছি
কেন ভালো বাসলে না!