মানুষের মৃত্যুই কি সবশেষ!
মুহূর্তেই কি দৃষ্টি তার হয় অনিমেষ?
আচমকা স্মৃতি হয়ে যায় এত দিনের অস্তিত্ব,
পৃথিবী গ্রহ নক্ষত্র সবই থাকে আগের মত ;
শুধু থাকে না মানুষ , গত কাল ও যাকে
বুকে জড়িয়ে ছিলাম, ভালবেসেছিলাম,
আজ খুঁজে পাই না তাকে!
দেহ তার অস্তিত্ব হারায় মাটির কন্দরে,
হারাবার ব্যথা চিন্ চিন্ করে অন্তরে।
কেন তবে এত ভালবাসা?
কেন বুক ভরা আশা?
ক্ষণিকের তরে কেন এত স্বপ্ন দেখা,
কেন এত জ্বালা না পেয়ে সুবর্ণ রেখা!
মৃত্যু কেন এত কষ্টের আজও অজানা
পথহারা পথিকের শেষ ঠিকানা।