মায়ের মুখটি পড়লে মনে উদাস হয়ে যাই,
মা হারিয়ে হৃদয়ে মোর অনেক কষ্ট পাই।
শিশুকাল মোর ছিল ভাল মায়ের আঁচল তলে,
কিশোর বেলার স্মৃতি ভেবে হৃদয় আমার জ্বলে ;
যৌবনে মা বন্ধু হয়ে ছিল আমার পাশে,
মায়ের মত ভালবেসে কেউ কি কাছে আসে ?
ভেবেছিলাম বাকী জীবন করবো মায়ের সেবা,
পারিনি মা, তুমি নেই আজ বকবে আমায় কে বা!
অনেক দুঃখ অনেক কষ্ট দিয়েছি তোমায় মা,
জানি তুমি সব ভুলে করে দেবে ক্ষমা।
মাতৃহারা সন্তান আমি নিঃস্ব অসহায়,
আল্লাহ আমার মা যেন জান্নাতে ঠাঁই পায়।



আজ ১৬ই অক্টোবর, আমার গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত‍্যু বার্ষিকী আজ, সকলের কাছে আমার মায়ের পরকালীন মুক্তির জন‍্য দোয়া বা প্রার্থণা কামনা করছি।