৩ বিরহ ভাবনা
কাগজে পাথরে নয় লিখেছি মনের খাতায়,
কাগজে পাথরে নয় লিখেছি মনের খাতায়
তোমারই নাম আমি রেখেছি স্মৃতির পাতায়!
ভালবাসা দিয়েছিলে মোরে হৃদয় নিঙারিয়া,
আজ তবে দাও কেন আমারে দূরেতে ঠেলিয়া।
৪ বিরহ ভাবনা
বিরহ দেখেনি যারা বুঝিবে কেমনে তারা,
বিরহ দেখেনি যারা বুঝিবে কেমনে তারা,
ভালবাসা কারে কয় বুঝিতে কি পারে তারা।
মনে কত স্বপ্ন থাকে, থাকে প্রেম ভালবাসা,
প্রেয়সীর ছলনায় ভেঙ্গে যায় সব আশা।