আমার ঘরে আমি থাকি
তোমার তাতে কি?
কেন তুমি জানলা দিয়ে
মারছো উঁকিঝুঁকি!
বিপদ যখন আসে আমার
থাকো দূরে সরে,
ভাল কিছুর গন্ধ পেলেই
বসছো ঘাড়ে চড়ে।
আমি তো ভাই কপাল পোড়া
আপন কেহ নাই,
মেঘ দেখে তাই খুব সহজে
ঝড়ের আভাস পাই।
তোমার চোখে দেখছি আমি
প্রতিহিংসার বিষ,
আপন যদি ভেবেই থাকিস
হাত বাড়িয়ে দিস্।
ভালবাসায় সিক্ত করে
রাখবো তোরে ধরে,
বন্ধু হয়ে থাকবো দুজন
এই অবনী পরে।