শতাব্দী পেরিয়ে আসে নতুন শতাব্দী,
বিবর্তনের ছোঁয়ায় প্রকৃতি ও হাসে ;
মানব জীবন নয় আর জড়বাদী
শতাব্দী পেরিয়ে আসে নতুন শতাব্দী।
সভ্যতা রাখেনি তারে করে যুগ বন্দী,
নব নব আবিষ্কারে ধরাধাম ভাসে ;
শতাব্দী পেরিয়ে আসে নতুন শতাব্দী,
বিবর্তনের ছোঁয়ায় প্রকৃতি ও হাসে।