পুবাকাশে সূর্য ওঠে সোনার বরণ,
আকাশে শুভ্র মেঘেরা করে সন্তরণ।
শরৎ সকালে বয় ঝিরিঝিরি বায়ু,
সে বায়ুতে দোলে মন জেগে ওঠে স্নায়ু ;
ছোট পাখি ভোরে করে কিচিরমিচির,
মোহনীয় রূপ দেখি বঙ্গ প্রকৃতির ;
আলো ছাঁয়া খেলা করে শরতের ভোরে,
হিমেল পরশ লাগে সারা অঙ্গ জুড়ে।
শরতে নদীর তীরে ফোটে কাশফুল,
শিউলি শেফালী জুঁই আরো কত ফুল ;
ফুটেছে শরত প্রাতে মনে দিয়ে দোলা,
ক্ষণিকের তরে করে হৃদয় উতলা।
আমন ধানের চারা দোলে হাওয়ায়,
সবুজ চারায় ভোরে ঢেউ খেলে যায়;
কৃষাণ কষাণী দেখে নতুন স্বপন
হাসি গানে ভরে ওঠে তাদের জীবন
বয়ে চলে মৃদু বায়ু গতি পায় ধীরে,
মাছরাঙা ধ্যান করে পুকুরের পাড়ে ;
শাপলা শালুক তোলে কিশোর কিশোরী
শরত প্রকৃতি প্রাণে বাজায় বাঁশরী।