দেশটা এখন স্বর্গরাজ্য
দুষ্টু লোকের জন‍্য,
ক্ষমতা যে পায় একটি বার
সে হয়ে যায় ধন‍্য!
পাপ অনাচার নিত‍্য সঙ্গী
মন্দ লোকের জয়,
সত‍্য কথা বলতে যে ভাই
প্রাণে জাগে ভয়।
ভাল লোকের নাইরে কদর
তারা এখন অচ্ছুত,
সকল কাজে ভণ্ডামি ভাই
ব‍্যবহারটা অদ্ভুত!
মুখে তাদের মিষ্টি বচন
অন্তর জুড়ে হিংসা,
কেউ কারও চায় না ভালো
করে শুধু ঈর্ষা।
পথে ঘাটে  চলার পথে
অনিয়মের ভাবনা,
অফিস পাড়ায় ঘুষ না দিলে
যেতে হবে পাবনা!
অস্ত্র শক্তি পেশি শক্তি
বাঁচার এখন মন্ত্র,
ধোঁকাবাজির নির্বাচনে
বাঁচাই গণতন্ত্র!





বাংলাদেশের পাবনা জেলায় একটি পাগলের চিকিৎসালয় আছে কবিতায়  সেখানে যাবার কথাই বলতে চেয়েছি।