দেশ প্রেমের মিথ‍্যে গানে
আর কতকাল ভুলাবে!
রাজাকারের তকমা দিয়ে
বিভেদ কত বাড়াবে?

বাংলাদেশে জন্ম নিয়ে
কে বানাবে পাকিস্তান?
এমন যাদের ভাবনা মনে
ঠাঁই হবে তার গোরস্থান!

রক্তে কেনা স্বাধীনতা
এত সস্তা নাকি?
লাল সবুজের পতাকা হাতে
সদা জেগে থাকি।

পাকি প্রেমী চাইনা আমরা
চাই না ভারত প্রেমি,
আমরা সবাই বাংলাদেশী
সদা মুক্তিকামী।

বিভেদ চাই না শান্তি চাই আর
অর্থনৈতিক মুক্তি চাই,
লুটেরা আর পাচারকারীর
কঠিনতম শাস্তি চাই।