সঙ্গদোষ
নিশি রাতে চোরের সাথে আমার বসবাস,
সুযোগ বুঝে চোর বেটা মোর করে সর্বনাশ!
চোরটা ছিল ভিষণ পাজি,
থাকতো সদা সাধু সাজি ;
তার কারনে হলো আমার গোপন তথ্য ফাঁস!
সুসময়ের বন্ধু
ছিলাম একা ভাল ছিলাম না করে নয় ছয়,
এখন আমার অনেক বন্ধু মনে জাগে ভয় ;
ওরা নাকি সুখের পায়রা,
কাজ করে না স্বার্থ ছাড়া ;
তাই তো ভাবি কেন ওরা করছে অভিনয়!