জানি ওরা হিংস্র হায়নার দল,
ওদের আছে অস্ত্র অর্থের বল;
যদি থাকে ঐক্য মনোবল,
দৃপ্ত পায়ে সামনে এগিয়ে চল।
ন্যায্য দাবি তোদের মানতে হবে
লড়াই করে জিততে হবে,
যাদের সন্তান আজ জীবন দিলো,
ভয় তারা জয় করে নিলো!
স্বৈরাচারের দোসর যাদের পাই,
আজকে ওদের কোন রক্ষা নাই ;
ছাত্র জনতা এক হয়েছে তাই,
স্বৈরাচারের ধ্বংস এবার চাই।
০৫/০৮/২০২৪