যখন সাঁঝবেলাতে সূর্য অস্ত যাবে ,
চোখে পড়ে দিগন্তের ধূসর নীলিমা ;
আকাশ প্রদীপ জ্বেলে তারাদের পাবে ,
অন্তরে বাঁধবে বাসা প্রাণের প্রতিমা ।

আলো ছায়ার সে এক অচেনা জীবন,
ক্ষণিকের ভুলে তারে চাইনা হারাতে;
না পাবার বেদনাকে করে বিস্মরণ,
খুঁজে নেব আপনারে ঐ ধুপছায়াতে!

নক্ষত্রের কক্ষ পথে ভেসে যেতে চাই,
দুর্গম সে পথ যেন ফুরাতে না চায় ;
জীবনের সব চাওয়া সেথা যেন পাই,
রবির কিরণ যেন হারিয়ে না যায়।

দীর্ঘ সে পথ চলা তে কে হবে আপন?
কে হবে বন্ধু আমার জ্বালাতে দীপন!