স্বাধীনতার ফুল ফুটেছে
বাংলাদেশের বুকে,
পূর্ব বাংলা স্বাধীন হলো
পাক হানাদার রুখে।
লাখো প্রাণের বিনিময়ে
পেলাম স্বাধীনতা,
আর নেবো না মেনে কভু
পরের অধীনতা।
জয় বাংলা শ্লোগান দিয়ে
করেছিলাম যুদ্ধ,
জিন্দাবাদের ধ্বনি শুনে
বর্গীরা হয় রুদ্ধ।
ইতিহাসের শিক্ষা নিয়ে
চলবো মিলেমিশে,
স্বাধীনতা রক্ষা করতে
ভয় বলো আর কিসে!