অনেক তাজা রক্ত
হাজারো শিক্ষার্থী-জনতার রক্ত,
স্তব্দ বিশ্ববাসী
নিজ দেশে ওরা পরবাসী!
অহিংস আন্দোলন,
ছিল না কোন জ্বালাও পোড়াও
কেন নিপীড়ন?
অতঃপর হটাও আন্দোলন
চালাও গুলি টিয়ার গ‍্যাস,
কত মায়ের স্বপ্ন শেষ!
তবু থামবে না ওরা
আন্দোলন চলবে,
অধিকার আদায়ের আন্দোলন,
বৈষম‍্যের বিরুদ্ধে আন্দোলন,
ন‍্যায় বিচারের আন্দোলন,
দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন,
খুন ধর্ষনের বিরুদ্ধে আন্দোলন,
মাদক প্রতিরোধের আন্দোলন,
মিথ‍্যাচার ভন্ডামির বিরুদ্ধে আন্দোলন,
স্বৈরাচার বিরোধী আন্দোলন।
প্রতিহিংসার আগুনে আর পুড়তে চাইনা,
চাই জাতীয় ঐক‍্য ;
মুক্ত চিন্তা ও কথা বলার অধিকার,
চাই প্রকৃত গণতন্ত্রের চর্চা।
আর যেন দেখতে না হয়
ভোটার বিহীন নির্বাচন,
দেখতে চাইনা হামলা মামলা গণগ্রেফতার,
স্বাধীন দেশে স্বাধীন হয়ে বাঁচতে চাই,
কথা বলতে চাই
স্বাধীনতা চাই।