রুটি রুজির জন‍্যে
ঘুরি হয়ে হন‍্যে,
খুব সহজে পাইনা
দয়া ভিক্ষা চাইনা ;

কাজ করে যা পাই,
তাতেই ওঠে হাই!
দিনশেষে হই ক্লান্ত
মনটা থাকে অশান্ত।

কেউ রাখে না খোঁজ
অর্ধাহারে রোজ,
কাটাই সাদা মনে
দেশের জনারন‍্যে।

অল্প দামে কেনা
জীবনটা যে চেনা
হাসি কান্নায় গড়া
খুব সহজে মরা।