সাদা মনের কাব‍্য কথা
সাদা সাদা আরও সাদা,
দুঃখ ব‍্যথার জীবন কথা
সারা জীবন কষ্টে কাঁদা।

সাদা কালোর এই দুনিয়ায়
মুখে বলি সাদাই ভালো,
থাকি সবাই মুখোশ পড়ে
কাজের বেলা দেখাই কালো!

সাদা মনে প্রেম করি না
লোভ লালসায় থাকি মগ্ন,
কাল টাকার পাহাড় বানাই
পরকিয়ায় কাটাই লগ্ন।

সাদা মনের মানুষ গুলো
প্রতারণার হচ্ছে শিকার,
দিচ্ছে সবাই ধোঁকা তাদের
করে না তা মুখে স্বীকার।

সাদা মনে কেউ ভাবে না
সাদাসিধে জীবন নিয়ে,
সবাই এখন চায় ক্ষমতা
কাল টাকার বিনিময়ে।

       ****



কবিতার প্রথম স্তবকটি আসরের শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকারের কবিতায় মন্তব‍্য করার সময় রচনা করেছিলাম তাই কবিতাটি প্রিয় কবি কে উৎসর্গ করলাম।