শবে বরাতের এই রাত্রিতে
করি মোনাজাত,
রোজ হাশরে আল্লাহ আমায়
দিও গো নাজাত।
পূণ‍্য ছেড়ে পাপের কাজে
মত্ত হয়ে আছি,
ইবাদতে দিচ্ছি ফাঁকি
মুখে কপট হাসি!
ইবলিশ এসে মনের দ্বারে
দিচ্ছে নানা মন্ত্রণা,
মানব সেবা ভুলে যে তাই
বাড়াই লোকের যন্ত্রণা।
পাপের বোঝা বাড়ছে শুধু
তবু হয়না হুশ,
মুক্তি পাওয়ার উপায় খুঁজি
চলবে না তো ঘুষ!
ইবাদতে মগ্ন থেকে
চাইতে হবে ক্ষমা,
মানব সেবায় মন লাগিয়ে
পূণ‍্য করি জমা।

       *******



শবে বরাত - মুক্তির রাত
রোজ হাশরে - কেয়ামত বা পৃথিবী সহ সকল সৃষ্টি ধ্বংসের
                 পর আল্লাহ্ কতৃক বিচারের দিন।
ইবাদত- ইসলামের পাঁচটি বিধান মেনে কাজ করা
           কলেমা ( ঈমান বা বিশ্বাস ), নামাজ, রোজা,
           হজ্জ ও যাকাত
ইবলিশ - শয়তান

নবী জি (সা.) বললেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন’