২৬৬
সন্দেহ প্রবণ মন সদাই দুর্জন,
বলবো কেমন করে ওরাই সুজন!
ষড়যন্ত্র করে যারা দেশের বিরুদ্ধে,
এসো আজ জোট বাঁধি করিতে বর্জন।
২৬৭
পূব আকাশে সূর্য হাসে রক্তলাল,
জীবন বাজী রাখলো যারা ধরবে হাল ;
মৃত্যু ভয়ে শঙ্কিত নয় ওরা দুর্বার,
সব অনাচারের ওরা ছিড়বে মায়াজাল।