৩০৩

পরম সত‍্য ধারণ করে থাকবে তুমি অনন্তকাল,
তোমার প্রেমে মগ্ন থেকে পার কর দেই মহাকাল ;
পথের দিশা দাও গো সাকী বিপথে আর নিও না
চোখের দেখা না দেখে ও ভালবাসবো চিরকাল।

৩০৪

মানুষ তুমি কিসের টানে পথ ভুলে যাও?
কোন কারণে নিষিদ্ধ ঐ গন্দম তুমি খাও!
ইবলিশের শয়তানিতে হারাও কেন পথ?
মহান আল্লার বিধান ভুলে কি সুখ তুমি পাও!