১৮০
যে আগুনে তুমি মোর হৃদয় পোড়ালে,
ভালবাসো তবে কেন লুকাও আড়ালে ;
তোমায় খুঁজেছি আমি তারাদের মাঝে,
জানি না কোথায় সখী কেন যে হারালে!
১৮১
জ্যোৎস্না ভরা রাতে জোনাকিরা হাসে,
পূর্ণিমার চাঁদ দেয় আলো চারপাশে ;
সে আলোয় তুমি মোর বুকে শুয়ে রবে,
নিরব প্রেমিকা হয়ে প্রেম অভিলাষে!