জীবন সবার সদা গতিময়
রূপে ছন্দময়,
কত অনাবিল প্রকৃতির রূপ
কি যে অপরূপ!
রূপের আগুনে যে জন মজেছে
সে ই তো মরেছে!
রূপসী রমণী কাঞ্চন কামিনী
সদা সে দামিনী!
হেরিয়া সে রূপ পুলকিত মন
দেখায় স্বপন,
রূপসী রমণী সে ছলনাময়ী
কথা জ্বালাময়ী।
ভালবেসে তারে হয় যে উতলা
রূপে সে বিমলা,
রূপ দেখে তারে দিওনা হৃদয়
হারাবার ভয়।
মন দিয়ে করো ভাব বিনিময়
মুছে যাওয়া নয়,
রূপের কত যে মোহময় শক্তি
জাগে প্রেম ভক্তি।