মন মজেছে রূপের মোহে,
প্রেম ভাবনায় মাতাল দো হে ;
মিলন তবু হয়না যাদের,
অবিশ্বাসী মন যে তাদের।
প্রেম ভাবনা থাকলে মনে
কেমনে পারে ভুলে যেতে!
ছলাকলায় মন হারিয়ে
কে চায় বলো দুঃখ পেতে?
থাকলে দ্বিধা অঙ্গীকারে
প্রেমের বাঁধন ভাঙ্গতে পারে,
রূপের মোহে পাগল হলে
ব্যর্থ প্রেমের আগুন জ্বলে!