২৩৯
নতুন রূপে নতুন করে তোমায় আমি দেখছি,
মুঠো ফোনের ম্যাসেঞ্জারে সেই কথাটি লিখছি
সাড়া দিয়ে বললে তুমি আরও কাছে আসতে,
তুমি ই কি সেই সাকি? যার ছবি বুকে আঁকছি!
২৪০
রাত ফুরোলেই দিনের আলোয় মুগ্ধ চোখের দৃষ্টি,
হৃদয় জুড়ে মেঘ করেছে নামবে ঝড়ো বৃষ্টি ;
ছলনাতে রাত কেটেছে পাইনি প্রেমের ছোঁয়া,
মনে জমা ব্যথার আবেগ বাধায় অনাসৃষ্টি!