২৪১

রক্তের বাঁধন ছিঁড়ে চলেছো কোথায়?
মোহ ভাবনায় যারা দূরে সরে যায়,
স্বার্থের কারণে তারা ভাঙ্গে পরিবার ;
প্রিয়জন তাই বুঝি ঠিকানা হারায়!

২৪২

মন বলে চলো যাই ছুটে ছুটে যাই,
স্নেহ প্রেম ভালোবাসা খুঁজে যেন পাই ;
অবহেলা আর নয় এসো কাছে এসো,
বেদনার স্মৃতি গুলো ভুলে যেতে চাই।