২৫১
পাপের বোঝা কাঁধে নিয়ে কাটাই নিশিদিন,
জঠর জ্বালায় করেছি পাপ আমি দিনহীন ;
পাপে থাকে দহন জ্বালা জীবন দুঃখময়
দুঃখের সাথী বন্ধু যারা বাড়ায় তারা ঋণ।
২৫২
হায়রে মানুষ বিবেক হারা টাকার পিছে ছুটিস,
দেশের কথা ভাবিস না তুই ইচ্ছেমত লুটিস!
কোথায় তোমার নীতি কথা কোথায় ভালোবাসা,
আপন জনের করলি ক্ষতি পেয়ে টাকার হদিস!