৩০৫
তোমার চোখের তারায় আমি প্রেমের ছবি আঁকি,
তোমার ভেজা ঠোঁটে আমার ঠোঁট দু’খানি রাখি ;
অঙ্গ আমার কেঁপে ওঠে প্রেমের পরশ পেয়ে,
কাম বাসনার শরাব পিয়ে তোমার কাছে থাকি!
৩০৬
কথা দিয়ে হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করলে,
মনের কথা বলতে এসে ভুল গুলি মোর ধরলে ;
প্রেমের কথা বলবে তাতে এত কেন প্রশ্ন!
ছলনাতে ভুলিয়ে ব্যথায় হৃদয়টা মোর ভরলে।