১৮৩
কত দেবে দুঃখ জ্বালা প্রাণে তো আর সয়না,
তোমায় ঘিরে স্বপ্ন গুলো সত্যি কেন হয়না ;
ভালবাসার কথা দিয়ে কেন দূরে থাকো?
বুঝি না তার ছলাকলা কেন কাছে রয় না!
১৮২
আকাশ কুসুম কত ভাবনা হৃদয়ে মোর ভাসে,
প্রিয়ার সনে রচবো বাসর যদি ভালবাসে ;
অনেক প্রেমে অনেক জ্বালা সইতে আমার হলো,
সব অভিমান যাই ভুলে সে কাছে যখন আসে।