২০৩

আল্লাহ্ আমায় জীবন দিলেন আর দিয়েছেন মন,
সে মন আমার খুঁজে বেড়ায় কে যে আপন জন?
চলার পথে ভুল হয়ে যায় ছলনায় হই রিক্ত,
এক নিমেষেই হারায় এ মন চেনা আপনজন!

২০৪

আপন আপন মুখেই বলো বিপদ দেখে পালাও,
স্বার্থ ছাড়া ক’জন আছো আপন হতে চাও?
প্রেমের বাঁধন রক্তের বাঁধন সবই ছ কে বাঁধা,
লাভ ও ক্ষতির হিসাব কষে ভালবাসতে চাও!