৩১৭

জানি তারে ফিরে পাব না,
তবু ভালোবাসা ফুরায় না ;
স্মৃতি শুধু যন্ত্রণা দেয়,
জানিনা এ কোন প্রবঞ্চনা!


৩১৮

কত কাছে এলে তুমি আমার হবে!
কতটুকু ভালবাসলে কাছে আসবে?
দূরত্ব কি ঠিক করে দেয় বিসর্জনকে!
তুমি কি তাই মরীচিকা হয়ে থাকবে?