৩১৩

হৃদয়ে অনেক প্রেম জমা থাকে গোপনে,
কিছু তার ধরা দেয় কিছু থাকে স্বপনে ;
আলেয়ার আলো সম কিছু যায় হারিয়ে,
যতটুকু থাকে বাকী শেষ হয় মরণে।

৩১৪

এমন গভীর ভাবে কেন ভালোবাসলে!
প্রেমের আবেগ নিয়ে কাছে কেন আসলে?
আমি তো ছিলাম ভাল একা এই ভুবনে,
এলোমেলো ভাবনায় কাছে কেন থাকলে!