কান্না হাসির জীবন মোদের ভালবাসা চায়,
অবিশ্বাসের দোলাচালে প্রেম হারিয়ে যায় ;
যতই তুমি কাছে থাকো মন যদি না দেও,
প্রিয়ার চোখে জড়বে বারি দুঃখ ব‍্যথা পায়।