২২২

আজ ফাল্গুনের এই প্রথম সকালে,
মনে এ কোন প্রেমের আগুন ধরালে!
ভালই ছিলাম একা কেন দিলে দেখা?
গোলাপ পাপড়ি কেন দুচোখে ছোঁয়ালে!

২২৩

ও রূপসী কোন বাঁধনে বাঁধলে আমায় তোমার বাহুডোরে?
প্রেম ছিল না ছল ছিল তা বলো সখি বুঝাবে কে তা মোরে!
আলো ছায়া হৃদয়ে মোর দুঃখ লয়ে নিত‍্য খেলায় মাতে,
তোমার দেয়া শরাব পিয়ে হৃদয় আমার বিরহানলে পোড়ে।


২২৪

তুমি আমার জীবন সাথী আমার ভালবাসা,
বন্ধু হয়ে রইবে পাশে এই টুকু মোর আশা ;
আসুক যত ঝড় ও তুফান রইবো কাছাকাছি,
দু’জন মিলে প্রেমের টানে বাঁধবো সুখের বাসা।



ভালবাসা দিবসের রুবাই