২৬৪
ধর্ম নয় রে অধর্মই আজ ধ্বংস ডেকে আনছে,
স্বার্থ অর্থ ক্ষমতাকে পাবার আশায় লড়ছে ;
ভালোবাসি বলে তারা আশার আলো জ্বালায়,
সুযোগ পেলে সেবা ভুলে নিজের পকেট ভরছে!
২৬৫
স্নেহ মায়া ভালবাসায় জীবনটাকে সাজাও,
বানভাসি দুস্থ যারা তাদের পাশে দাঁড়াও ;
সব হারিয়ে ওরা যে আজ আঁধার দেখে চোখে,
উদার হয়ে দান করতে হাত দু’খানি বাড়াও!