২১৬

দূরেই যদি থাকবে তবে কেন দিলে আশা,
হৃদয় আমার চাইছে শুধু তোমার ভালবাসা ;
তোমার চোখে দেখছিলাম প্রেম ভাবনার আলো,
ছলনাতে দিও না আমায় দুঃখ সর্বনাশা।

২১৫

আকাশ পাতাল মর্ত‍্য খুঁজে তোমায় পেয়েছি,
ভাল মন্দ না ভেবেই তো আপন ভেবেছি ;
কাছে থাকার অঙ্গীকারে স্বপ্ন দেখালে,
তাই তো তোমার মনের সাথে মনকে বেঁধেছি।