প্রতিহিংসার বাণী ওরে আর কতকাল শুনবো,
মিলেমিশে থাকার লাগি আর কতদিন গুনবো!
স্বৈরাচারী ভাবনা ছেড়ে গণতন্ত্রের পথ ধরি,
বৈষম্য দূর করে মোরা দেশটাকে আজ গড়বো।