২৯৩
রক্ত মাংসে গড়া মানুষ কেন এত হিংস্র
কেমন করে মনটা তাদের হয়েছে তমিস্র
আপন পর সে বুঝতে চায় না চাইছে আধিপত্য,
বিবেক যখন কথা বলে থাকে অবিমিশ্র।
২৯৪
বিশ্ব জুড়ে মানুষ আছে নেই তার মনুষ্যত্ব,
সবাই নিজের স্বার্থে ব্যস্ত দিতে ও পারে রক্ত ;
নিঃস্বার্থ প্রেম নেই কোথা ও আছে স্বজন প্রীতি,
প্রেম হীন এ জীবনটা আজ বড়ই অভিশপ্ত।