২০১

আজকে যারে আপন ভাবি কাল কেন দেয় ফাঁকি?
শত আঘাত দেয়ার পরও তারেই কাছে ডাকি!
শরাব হাতে সাকির বেশে রয় সে আমার সাথে,
তখন আমি সব ভুলে যাই, প্রেমে মত্ত থাকি।


২০২

গোলাপ তুলতে কাটার আঘাত নাই বা যদি পেলে!
কেমন তোমার প্রেম বাসনা কেমনে ভুলে গেলে?
চন্দ্র ছড়ায় নিজের আলো তারা রা তাই হাসে,
আমিও তোমার পরশ পেয়ে দিলাম পাখনা মেলে।





*******
বিষয়বস্তু : প্রেম
প্রথমটি -আধ্যাত্মিক ভাবনা,
দ্বিতীয়টি- নিখাদ প্রেম।