১৯২
তোমার চোখে আছে কত স্বপ্নের মেলা,
আমি শুধু দেখিতে পাই ছলনার খেলা ;
ভাবিনি হায় কাছে থেকেও দেবে না ধরা,
প্রেম বুঝি নেই তাই কি করো এত হেলা?
১৯৩
ওগো সাকি রূপে তব হয়েছি শরাবী,
আঙুর বেদানা রসে মধুর জোলাবী ;
কোমল নরম হাতে ছোঁয়া দিয়ে যাও,
উপহার পেতে চাই চুম্বন মায়াবী।