১৭৩
একটি গোলাপ চেয়েছিলাম আমার প্রিয়ার কাছে,
ফুল পাইনি পেলাম  কাটা কষ্ট মনে আছে ;
ভাবিনি হায় ভালবেসে এত কষ্ট পাবো!
তবু আশায় খুঁজি তারে ফিরে যদি আসে।

১৭৪
প্রিয়ার চোখে চোখ রেখে কই তোমায় ভালবাসি ,
হৃদয় প্রেমে ভরিয়ে দাও আমার কাছে আসি ;
তোমায় নিয়ে স্বপ্ন দেখার হয়নি আজও শেষ ,
একটু ভুলে যেওনা সরে হয়ে সর্বনাশী ।

১৭৫
মনের দুয়ার খুলে দেখি তুমি আছো বসে ,
কত আশা ছিল মনে থাকবো রঙ্গ রসে ;
স্মৃতির দুয়ার খুলে দেখি সবই এখন ফাঁকা ,
অবিশ্বাসে তারা হয়ে পড়লে তুমি খসে !