৩০১
নতুন দিনে পুরাতনকে যায় কি মুছে ফেলা?
হারানো সব মানুষ গুলো ভাসায় স্মৃতির ভেলা!
ইচ্ছে হলেও যায় না ভুলা থাকে জীবন ভর,
ভালবাসার স্মৃতি গুলো দেখায় কত খেলা।
৩০২
আমার কোমল মানস পটে যে ছবিটি আঁকা,
সে আমার প্রেম তাকে ছেড়ে যায়না দূরে থাকা ;
হঠাৎ আসা ঝড়ো হাওয়ায় জীবন এলো মলো,
তার বিরহে হৃদয়টাকে যায়না বেঁধে রাখা।