১৭৬

কত যে আর সইবো ব‍্যথা তোমার বিরহে,
কত কাল আর থাকবো পড়ে অন্ধকারের দহে ;
তুমি আমায় ভালবেসে দিয়েছো মনে ঠাঁই,
তাইতো বলি এত জ্বালা প্রাণে কি আর সহে!

১৭৭

অজানা কোন পথের বাঁকে হারিয়েছি নিজেকে,
পথ ভুলে তাই জীবনটা যে যাচ্ছে এঁকেবেঁকে ;
জানি এমন দুঃসময়ে কেউ থাকে না পাশে,
যে যার পথে চলছে ছুটে স্বপ্ন ছবি এঁকে।