২২৯

চিত্ত আমার ব‍্যাকুল আজ প্রেম ভাবনায়,
ভালবাসিতে তোমায় সখি মন শুধু চায় ;
তুমি দিও না আমায় ব‍্যথা করোনা গো ছল,
তোমার রূপ দেখে আমার হৃদয় হারায়।

২৩০

এত কাছে তবু মনে হয় চিনি না তোমায়,
হৃদয় আমার ভরা তাই  ব‍্যথা  বেদনায় ;
প্রেমের ভুবনে আলো নেই দেখি অন্ধকার,
সাড়া কেন দিলে না গো সখী প্রেম বাসনায়?