২২৫
অনেক যন্ত্রণা দিলে তবু ভাল লাগে,
তোমারেই কাছে ডাকি গাঢ় অনুরাগে ;
ছলে ভাঙ্গা মন তাও তুমিই আপন,
আর দূরে নয় এসো মোর গুল বাগে।
২২৬
পেয়ালা টা ভরিয়ে দাও নেশা জমবে আজ,
সুরা সাকির সঙ্গী হবো নেই কোনো আর কাজ ;
আলো ছায়ায় ভরা হৃদয় চাইছে ভালবাসতে,
ওগো সাকি দাও না ধরা কিসের এত লাজ!