২৬১

ছোট্ট একটি দাবী নিয়ে আসে ওরা রাজপথে,
তুলেছিল ন‍্যায‍্য দাবী চায়নি রাজাকার হতে ;
সহমর্মিতা পায়নি ওরা পেয়েছে চরম নির্যাতন,
বুকের তাজা রক্ত দিয়ে উঠলো ওরা জয়রথে।

২৬২

আবু সাঈদের মৃত‍্যু দেখে মনটা হলো ক্ষুব্ধ,
বিপ্লবীদের পানি দিয়ে জীবন দিলো মুগ্ধ ;
প্রাণ দিয়েছে সেই ছেলেটা নাম ছিল যার রুদ্র,
নাম না জানা শহীদ স্মরণে হৃদয় হচ্ছে দগ্ধ।


কোটা বিরোধী তথা বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনে
সকল শহীদ দের স্মরণে।