২৩৬

ধ্বংসলীলা চাইনা চাইছি ভালবাসার অঙ্গীকার,
দেশে দেশে জাতি ভেদে চাইনা যুদ্ধ নির্বিচার ;
স্বার্থচিন্তা ভুলে এসো মানবতার পথ ধরি,
মানব মনে সাম‍্য মৈত্রীর বাসনা হোক দুর্নিবার।

২৩৭

বাংলাদেশ এক পুণ‍্যভূমি আমার জন্মভূমি,
রূপেতে তার মুগ্ধ হয়ে তাহার পদ চুমি ;
সবুজ শ্যামল বন বনানী ফসল ভরা মাঠ,
ফুল পাখি আর পাহাড় নদীর শান্ত আবাস ভুমি।

২৩৮

মনের পর্দা সরিয়ে দিয়ে খুলে রাখো দ্বার,
ভালবাসা দাও ছড়িয়ে পাবে সুখী সংসার ;
অবিশ্বাসী মনটা হটাও পর হবে যে আপন,
মায়ার বাঁধন ছেদ করোনা পাবে হৃদয় সবার।