রক্তাক্ত ২০২৪
৩০৭
বছর আসে বছর ফুরায় সময়ের হাত ধরে,
কিছু স্মৃতি কষ্ট আনে ব্যথা দেয় অন্তরে ;
বিষ বেদনায় কেটে গেল একটি বছর,
কিছু ক্ষণ তার স্মরণীয় রয় হৃদয়ের প্রান্তরে।
৩০৮
রাজনীতিতে ছল চাতুরী কত আস্ফালন,
চারিদিকে প্রতিরোধ আর কত আন্দোলন!
একচ্ছত্র ক্ষমতাধর বুঝে না ছাত্র জনতাকে,
কোটা আন্দোলন থেকে হলো সরকার পতন।
৩০৯
রক্তে ভেসে যায় রাজপথ ছড়ায় উত্তাপ উচ্ছ্বাস,
হাজারো শহীদের রক্তে লেখা হয় নয়া ইতিহাস ;
দুই হাজার চব্বিশ যেন এক মৃত্যুর বিভীষিকা,
সাঈদ মুগ্ধরা প্রাণ দিয়ে এনে দিল মুক্তির নির্যাস!