২৫৩
শরাব পাত্র হাতে লয়ে দূরে কেন সাকী?
মাতাল হবো মোর হৃদয়ে তোমার ছবি আঁকি!
কাছে এসো প্রেম পিয়াসী ঝর্ণাধারার মত,
সারারাত সে ঝর্ণা জলে মন ভিজিয়ে রাখি।
২৫৪
কল্পিত প্রেম অর্পিত মন যারে করি নিবেদন,
মনে কি তার জাগে কভু ভালোবাসার আবেদন ;
মনের কথা হয়নি বলা ইশারায় তা জানালাম,
মনের দুয়ার খুলে নেবে কি সে প্রেমের আস্বাদন!