৩১৫

বুক ভরা ভালোবাসা রেখেছি লুকিয়ে
রঙিন স্বপ্নে ফেলেছি নিজেকে হারিয়ে ;
কাছে যদি আসো তবে পাবে তার ছোঁয়া,
আলো ভেবে আলেয়ারে নিয়েছি জড়িয়ে!

৩১৬

গোলাপ হাতে দাড়িয়ে তোমার দুয়ারে,
প্রথম ফাগুনে আজ নেবে না জড়ায়ে?
পাতা ঝরা মর্মর ধ্বনি বাজবে না আর,
যদি কাছে টানো মোরে দু’হাত বাড়ায়ে!



আজ ফাগুনের প্রথম দিন, বসন্ত বরণের দিন
আজ আবার ভালবাসা দিবস ; সবাই কে
ভালবাসা দিবসের শুভেচ্ছা!