২৪৭
মানুষ তুমি কেমন করে করছো মানুষ খুন!
সব কি তুমি ভুলে গেলে মানুষ হবার গুন?
কোথায় তোমার বিবেক বুদ্ধি কোথায় মনুষ্যত্ব!
মিথ্যাচারের বিষে জ্বালাও বিভেদের আগুন।
২৪৮
এমন পথিক নই গো আমি পথেই নিখোঁজ হবো,
অমন প্রেমিক নই গো আমি বিরহে উদাস রবো!
আমি প্রেমের পসরা সাজাই আপন মনের টানে,
যে হবে মোর পথের সাথী তাকেই কাছে টানবো।